কানাডায় করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ আবু নাসের।
মোহাম্মদ আবু নাসের।

কানাডার টরন্টোর ডেভেনপোর্ট এলাকায় বসবাসরত বাংলাদেশি মোহাম্মদ আবু নাসের (৭১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শুক্রবার নিজ বাসায় মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় মারা গেলেন।

আবু নাসের স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তবে মৃত্যুকালে পরিবারের কেউ তাঁর কাছে ছিলেন না। গতকাল শনিবার বিকেলে রিচমন্ড হিলের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নাসেরের বড় ছেলে আমেরিকায় বসবাস করেন। পরিবারের অন্য সদস্যরা বাংলাদেশে থাকেন। কিছুদিন আগে তিনি স্ত্রীকে নিয়ে দেশে যান, তাকে দেশে রেখে একা কানাডায় ফেরেন।

জানা যায়, করোনায় মৃত এই বাংলাদেশির নাগরিকের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলে। ঢাকার ফার্মগেট এলাকার জাহানারা গার্ডেনে দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

আবু নাসের ২০০৬ সালে কানাডায় আসেন। তার বড় ছেলে যিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন, তিনি স্পনসর করে তাকে নিয়ে আসেন। তাঁর বড় মেয়ে জান্নাতুল মাওয়া একজন আলোকচিত্রী। তিনি ঢাকাতেই থাকেন।