করোনায় বাংলাদেশি আরও এক নিউইয়র্ক পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত আহসান মোহাম্মদ। ছবি: সংগৃহীত
সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত আহসান মোহাম্মদ। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে পুলিশের (এনওয়াইপিডি) ট্রাফিক বিভাগে কর্মরত আহসান মোহাম্মদ নামের আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৫ এপ্রিল নিউইয়র্কের আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আহসান মোহাম্মদ নিউইয়র্ক নগরীর ট্রাফিক বিভাগের সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। দুই সপ্তাহ থেকে আহসান মোহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহসান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি চাঁদপুর জেলায়।

মরহুম আহসান মোহাম্মদ নিউইয়র্কে ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশনের (টিএলসি) পুলিশ বিভাগের ইন্সপেক্টর, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটির (এমটিএ) কাস্টমার অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আহসানের মৃত্যুতে এক শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)।

এর আগে ১৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক নগরীর ট্রাফিক বিভাগের তৃতীয় শীর্ষ পদবির কর্মকর্তা বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ চৌধুরীর মৃত্যু হয়।