মনে পড়ে আজমেরি জামানকে?

আজমেরি জামান।
আজমেরি জামান।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় নাটক 'মুখরা রমনী বশীকরণ'-এর কথা অনেকেরই মনে থাকার কথা। বিটিভিতে প্রচারিত 'শেষের কবিতা'র কথাও ভোলেননি অনেকেই। লাবণ্য-অমিত রায়-কেতকী মিত্রকে ঘিরে রবী ঠাকুরের অসাধারণ ত্রিভূজ প্রেমের গল্প। কী অসাধারণ অভিনয়। দুর্দান্ত অমিত রায়ের (সৈয়দ আহসান আলী সিডনি) সঙ্গে আচানক দেখা হয়ে গেল লাবণ্যর (সুরাইয়া বেগম)। রাগে, অভিমানে ফুঁসে উঠলেন কেতকি মিত্র ওরফে কেটি (আজমেরি জামান)। তারপরের গল্প আমাদের সবারই জানা।

১৯৬০ সালে আজমেরি জামান রেডিওতে ভয়েস আর্টিস্ট, উপস্থাপক ও সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই দশকে 'জি না ভি মুশকিল' ছবির মধ্য দিয়ে রূপালি জগতে পা রাখেন। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'ভাওয়াল সন্ন্যাসী', 'মেঘের পরে মেঘ', 'নয়ন তারা', 'ইন্ধন', 'চাঁদ আর চাঁদনি', 'সূর্য ওঠার আগে', 'শেষ উত্তর' প্রভৃতি।

বিটিভিতে মুনীর চৌধুরী অনূদিত উইলিয়াম শেক্‌সপিয়ারের 'মুখরা রমণী বশীকরণ' নাটকে মূল চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোড়ন তোলেন আজমেরি জামান। অভিনয় করেন 'শেষের কবিতা', 'বৃত্ত থেকে বৃত্তে', 'সাঁকো পেরিয়ে', 'দিন বদলের পালা'সহ অনেক নাটকে।

আজমেরি জামান দীর্ঘদিন মঞ্চে শিল্পনির্দেশকের কাজ করেছেন। ষাটের দশকে যুক্ত ছিলেন মঞ্চ সংগঠন ড্রামা সার্কেলের সঙ্গে। স্বাধীন বাংলাদেশেও মঞ্চে নির্দেশনা দিয়েছেন।

আজমেরি জামানের জন্ম মুন্সিগঞ্জে। তাঁর স্বামী জামান আলী খান ছিলেন পিটিভির প্রথম প্রযোজক। তাঁর ছোট বোন নাজমা আনোয়ার। তাঁরা দুজনই আজ প্রয়াত। সাদাকালো যুগের এই শিল্পী দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাঁকে। নিভৃতে নিজের মতো-ই কাটিয়েছেন জীবনের শেষ সময়গুলো।

২০ মে বুধবার দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে মারা যান আজমেরি জামান।