অচেনা শহর

কেমন করে নির্ঘুম এ শহর এত অচেনা হলো? 

সবুজ ট্রাফিক বাতিতে গাড়ির বহর নেই।
গ্র্যান্ড সেন্ট্রাল, ফিফথ অ্যাভিনিউ, সেন্ট্রাল পার্কে একদম ফাঁকা।
কফি শপ, ফুলের দোকান, বিউটি পারলার, বেকারি
সবই স্তব্ধ, দুয়ার আঁটা, এমনকি আসেনি সেই ভিখারি।
মধ্য দুপুরে ঝুপ করে সন্ধ্যা নেমে আসে
কংক্রিটের দেয়ালে ব্যস্ত রাস্তায় অলিতে গলিতে।
রাতের নির্জনতা বিদীর্ণ করে ছুটে চলে অ্যাম্বুলেন্স
মর্গে স্তূপীকৃত শব
বেওয়ারিশেরা যাচ্ছে গণকবরে!
এক সাথে এত মৃত্যু কে দেখেছে কবে?
তবুও কিছুই থেমে থাকে না।
গাছেরা ফুল ফুটিয়ে জানায় বসন্ত এসে গেছে,
অচেনা পাখিরা গান গেয়ে ওঠে।
কচি পাতাটি মুখ তুলে বলে ভয় পেয়ো না
মানুষের কাছে পরাজিত হবেই ‘করোনা’।