পরম্পরা

হয়তো নিয়ন্ত্রণাধীন নয়
আর কিছু
হয়তো ডানা মেলে যায় উড়ে
নির্বিকার সবুজ মেঘের সঙ্গে
সন্ধি একটা করেছি নিশ্চয়:
আমার কেন আর অত রাগ থাকছে না
তত ক্ষোভ
প্রকৃতির কী খেয়াল চেপেছিল
একটা বেলুনে করেই নিশ্চয় একদিন
এ তল্লাটে নামিয়ে দিয়েছিল
একজনকে বাবা জেনে তার পকেট থেকে আট আনা
চুরি করে
পঞ্চাশটা লজেন্স কিনেছিলাম মনে পড়ে
আর প্রায় সবই ঝাপসা
এখন তো আর এভাবেও সাজিয়ে বলি না
সাজিয়ে কে কিছু দেয় বলো
আমি তাই জোর করি না বাপু হে
পুরোনো ও বিন্দু বিন্দু জমে থাকা হিংস্রতা নরম হয়ে আসে
গাছ থেকে গাছে গাছে ঝাঁপাতে ইচ্ছা করে