মহাকাশে নতুন যান পাঠাল নাসা

দুই নভোচারী ডাউ হার্লে ও বব বেনকেন
দুই নভোচারী ডাউ হার্লে ও বব বেনকেন

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষবাহী নতুন যান পাঠাল আমেরিকা। নাসার সমন্বয়ে গত ২৭ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে প্রথম বেসরকারি মহাকাশযানটি রওনা হয়। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন।
বেসরকারি সংস্থা স্পেস এক্সের উদ্যোগে পাঠানো ড্রাগন মহাকাশযানটি ইতিমধ্যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারে নিরাপদে পৌঁছেছে। উদ্বোধনের দিন এ সংবাদ প্রচারে প্রথম সারির গণমাধ্যমগুলো ব্যাপক সক্রিয় থাকলেও এরপরই পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ার কারণে সাফল্যের খবরটি চাপা পড়ে যায় ।
ড্রাগন মহাকাশযানে ছিলেন দুজন মহাকাশচারী। এরা হলেন ডাউ হার্লে ও বব বেনকেন। ড্রাগন মহাকাশযানটি ছেড়ে যাওয়ার সময় এর মালিক ধনকুবের এলেন মাস্কও উপস্থিত ছিলেন। মাস্ক বলেন, এটা আমাদের জন্য বড় ধরনের সাফল্য এবং এই সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে মহাকাশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
মহাকাশচারী দুজন ড্রাগনে ওঠার আগে বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। মহাকাশচারী দুই কর্মকর্তা স্পেস সেন্টারে পৌঁছানোর পর সেখানে অপেক্ষমাণ অন্য তিন কর্মকর্তা তাঁদের স্বাগত জানান।