স্বপ্নের গল্প

 আক্ষরিক অর্থেই একটা স্বপ্নের গল্প লিখেছিলেন মার্কিন লেখক ই বি হোয়াইট! ১৯২০ সালের এক রাতে হোয়াইট স্বপ্ন দেখলেন, একটা ইঁদুরমুখো ছেলে তাঁকে দেখে লুকিয়ে পড়ল। পরে নাতি-নাতনিদের কাছে গল্পটা বলবেন ভেবে সেই স্বপ্ন নিয়ে কয়েকটি গল্প লিখে ফেললেন কয়েক দিনের মধ্যে। প্রায় ২০ বছর পর গল্পগুলো একসঙ্গে করলেন হোয়াইট। চরিত্রটির নাম দিলেন স্টুয়ার্ট লিটল। ওই নামেই বই প্রকাশিত হলো ১৯৪৫ সালে। সেটিই ছিল ছোটদের জন্য হোয়াইটের প্রথম বই। চিরকালের সেরা ছোটদের বইয়ের অন্যতম এটি। পরে এই চরিত্রটি নিয়ে সিনেমাও হয়েছে হলিউডে।