ব্রঙ্কসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বারবিকিউ পার্টি

বারবিকিউ পার্টিতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সদস্যরা
বারবিকিউ পার্টিতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সদস্যরা

নিউইয়র্কে ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বারবিকিউ পার্টি। ১৮ জুন বিকেল ৬টায় স্টার্লিং-বাংলাবাজার এলাকায় গোল্ডেন প্যালেস পার্টি হলের সুবিশাল ব্যাক ইয়ার্ডে এটিই ছিল ব্রঙ্কসে বাঙালিদের এ বছরের প্রথম বারবিকিউ পার্টি।

বারবিকিউ পার্টি স্পনসর গোল্ডেন প্যালেস পার্টি হলের স্বত্বাধিকারী মো. বিল্লাল ইসলাম অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক দলীয় প্রাইমারি নির্বাচনে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭-এর ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হক, খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলা ক্লাবের সহসভাপতি কামরুজ্জামান বাবু, সাবেক সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, রংধনু সোসাইটির সাধারণ সম্পাদক সরকার মতিন, সুন্দরবন গ্রোসারির স্বত্বাধিকারী স্বপন তালুকদার, কমিউনিটি অ্যাকটিভিস্ট মো. মোতাসিন বিল্লাহ তুষার, জালাল চৌধুরী, বিল্লাল হোসাইন, আবুল কালাম আজাদ, হাবিব রহমান, দিদার চৌধুরী, শামীম আহমেদসহ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সদস্যরা।

মজাদার সব খাবার উপভোগ করেন অনুষ্ঠানে আগত সবাই। সংগঠনের কর্মকর্তারা বারবিকিউ পরিবেশন করেন। গোল্ডেন প্যালেস পার্টি হলের স্বত্বাধিকারী মো. বিল্লাল ইসলাম অনুষ্ঠানে যোগদানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকেরা সফলভাবে বারবিকিউ পার্টি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। অতিথিরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এই আয়োজনের প্রশংসা করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালি মালিকানাধীন অন্যতম ব্যবসাপ্রতিষ্ঠান গোল্ডেন প্যালেস পার্টি হলের স্বত্বাধিকারী মো. বিল্লাল ইসলাম বলেন, করোনা তাণ্ডবে দীর্ঘ দিন বন্ধ থাকার পর গোল্ডেন প্যালেস পার্টি হলের সুবিশাল ব্যাক ইয়ার্ডে সিটির আইন মেনে প্রথম বারবিকিউ পার্টির আয়োজন করা হলো। গ্রাহকদের সুবিধার্থে সিটির নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে পার্টি হলের সুবিশাল ব্যাক ইয়ার্ডে বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজনের জন্য ভাড়া দেওয়া হবে। এখানে শতাধিক লোকের পার্টি করা যাবে।