যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি চীন: এফবিআই পরিচালক

এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে। ছবি: রয়টার্স
এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে। ছবি: রয়টার্স

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি চীন।

এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন থিংকট্যাংক হাডসন ইনস্টিটিউটে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ক্রিস্টোফার রে বলেন, চীন সরকারের চরবৃত্তি ও চুরির ঘটনা যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য সবচেয়ে দীর্ঘমেয়াদি হুমকি সৃষ্টি করছে।

ঘণ্টা খানেকর এই বক্তব্যে এফবিআইয়ের পরিচালক বহুমুখী প্রতিবন্ধকতামূলক প্রচার চলমান থাকার কথা বর্ণনা করেন।

ক্রিস্টোফার রে বলেন, যেকোনো মূল্যে বিশ্বের একমাত্র পরাশক্তি হতে চীনের পুরো রাষ্ট্রযন্ত্র সর্বাত্মক তৎপরতা চালাচ্ছে। 

চীন কী কী তৎপরতা চালাচ্ছে, এর একটা চিত্র তুলে ধরেন এফবিআইয়ের পরিচালক।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনেকটা সময় ধরে বাণিজ্যযুদ্ধ চলছে। রাজনৈতিক ও সামরিক দিক দিয়েও দেশ দুটির মধ্যে বিরূপ সম্পর্ক বিদ্যমান। তারা প্রকাশ্যেই পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে। হুমকি-ধমকি দিচ্ছে।