ম্যানহোলে পড়ে এক মাইল পাড়ি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আমেরিকার নিউজার্সিতে ভারী বৃষ্টিপাতের কারণে অধিকাংশ সড়ক পানিতে ডুবে আছে। এই পরিস্থিতিতে সড়কের ম্যানহোলে পড়ে ভাসতে ভাসতে নাথালিয়া ব্রুনো নামের এক নারী প্রায় এক মাইল দূরের নদীতে গিয়ে পড়েছেন। সড়কের নিচের নালা দিয়ে এতটা পথ ভেসে নদীতে পড়লেও নাথালিয়ার তেমন কোনো ক্ষতি হয়নি। তিনি সুস্থ্য আছেন।

৬ জুলাই নিউজার্সির ওপর দিয়ে বওয়ে যাওয়া তুমুল বৃষ্টিপাতের কারণে সড়কে বন্যা দেখা দেয়। নাথালিয়া ব্রুনো সড়কপথে তীব্র বেগে আসা জলপ্রবাহে পড়েন। তাঁর গাড়িতে পানি ঢুকে যায়। তিনি গাড়ি থেকে নামতেই তীব্র জলস্রোতে ম্যানহোলে পড়ে যান। গভীর ড্রেনে ভাসতে প্যাসেইক নদীর অন্য পাশে গিয়ে ২৪ বছরের এ নারী ভেসে ওঠেন। জরুরি বিভাগ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। নাথালিয়া ব্রুনো সুস্থ্য আছেন। তাঁর তেমন কোনো শারীরিক সমস্যা হয়নি।