ব্রঙ্কসে ম্যাকডোনাল্ডসের ছাদ থেকে লাশ উদ্ধার

লাশ উদ্ধারের ঘটনার পর ব্রঙ্কসে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট ঘিরে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত
লাশ উদ্ধারের ঘটনার পর ব্রঙ্কসে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট ঘিরে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি তরুণ ফাহিম সালেহ হত্যার পরদিন নগরীর ইস্ট ব্রঙ্কস এলাকার ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের ছাদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রঙ্কস পুলিশ জানিয়েছে, ১৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ব্রঙ্কসের ১৪৯ স্ট্রিটের ২৭৯ ম্যাগডোনাল্ডসে অভিযান চালানো হয়। এ সময় একটি বাক্সসহ প্লাস্টিকে মোড়ানো লাশটি উদ্ধার হয়। এ ঘটনার তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সম্প্রতি নিউইয়র্ক নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রতিদিন নগরীতে গুলির ঘটনা ঘটেছে। মহামারির বিপর্যয় কাটিয়ে নগরী যখন আবার খুলছে, তখন এমন কর্মকাণ্ডে নাগরিকদের মধ্যে নানা আশঙ্কা বিরাজ করছে। করোনার কারণে এমনিতেই এখন কেউ ঘর থেকে বের হচ্ছে না। চমৎকার গ্রীষ্মের আবহাওয়াতেও নিউইয়র্কের মানুষ করোনাভাইরাসের সংক্রমণ, সন্ত্রাস ও সহিংসতার ভয়ে এখন দিন কাটাচ্ছে।