বিষয়টিকে 'উদ্ভট' বললেন ফাউসি

ট্রাম্প প্রশাসনের সমালোচনাকে `উদ্ভট` বলেছেন অ্যান্টনি ফাউসি। ছবি: রয়টার্স
ট্রাম্প প্রশাসনের সমালোচনাকে `উদ্ভট` বলেছেন অ্যান্টনি ফাউসি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিষয়ক প্রধান বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসিকে ট্রাম্প প্রশাসনের দুর্নামের বিষয়টিকে তিনি 'উদ্ভট' ও 'নিরর্থক' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পরিণামে এটা প্রেসিেডন্টর ওপরই গিয়ে আঘাত হানছে। এটা তাদের দৈন্য ছাড়া আর কোনো কিছুর প্রতিফলন ঘটাবে না। দ্য আটলান্টিক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে ফাউসি এসব মন্তব্য করেন বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।

গত রোববার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিভিন্ন সময়ে দেওয়া ফাউসির মন্তব্যকে ভুল উল্লেখ করে একটি তালিকা দেন। তবে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ফাউসির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো।বলেন, ফাউসিসহ আমরা সবাই একই দলে কাজ করছি। চীন আমাদের যে বিপদে ফেলেছে, তা থেকে আমরা মুক্তি চাই। আমরা সবাই একই কাজ করছি। আমরা সবাই ভালো করছি।

ফ্লোরিডা ও টেক্সাসে করোনার সংক্রমণ বাড়ছে। ফাউসিকে বিদ্রূপ করে দেওয়া হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় তাহলে কেন আমাদের সবাইকে মাস্ক পরতে হবে?

ফাউসি বলেন, এ ধরনের সমালোচনা পুরোপুরি ভুল। তাঁরা কেন এরকম চায় আমি বুঝতে পারি না। আমার ধারণা, তাঁরা এখন বুঝতে পেরেছে এরকম সমালোচনা করা ঠিক হয়নি। কারণ এতে তাঁদের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

ট্রাম্পের বাণিজ্ বিষয়ক প্রধান উপদেষ্টা পিটার নাভারোও ফাউসির সমালোচনা করেন। তিনি বলেন, ফাউসির সঙ্গে রোগ বিষয়ে তিনি আলোচনা করেছেন। ফাউসি অনেক বিষয়েই ভুল ধারণা পোষণ করেন।

হোয়াইট হাউসের প্রধান আলিসা ফারাহ টুইট করেন, ফাউসির মন্তব্য নিয়ে হোয়াইট হাউসের দেওয়া
বিবৃতি একেবারেই পিটারের নিজস্ব। ট্রাম্প বলেন, নাভারোর এরকম বিবৃতি দেওয়া ঠিক হয়নি।
আটলান্টাকে দেওয়া সাক্ষাতকারে ফাউসি বলেন, সমালোচনার কারণে তিনি পদত্যাগ করার কথা ভাবছেন
না। তিনি বলেন, এসব সমালোচনা ও আলোচনার বাইরে আসার চেয়ে করোনাভাইরাসের সংকট আমার কাছে
বেশি গুরুত্বপূর্ণ। আমি ভালোভাবেই আমার সে দায়িত্ব পালন করছি।

রয়টার্সকে ফাউসি বলেন, তিনি আশা করছেন, এ বছরের শেষে যুক্তরাষ্ট্র সফলভাবে করোনার ভ্যকসিন উন্নয়নের কাজ করবে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত এক লাখ ৩৬
হাজার মানুষ মারা গেছেন।