মিশিগানে করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে

এক জরিপে দেখা গেছে, মিশিগানে করোনায় ৩১ শতাংশ সংক্রমিত হয়েছে নার্সিং হোম ও অ্যাডাল্ট কেয়ার থেকে, ২২ শতাংশ হয়েছে সামাজিক জমায়েত থেকে, ১০ শতাংশ কর্মক্ষেত্র থেকে এবং ৯ শতাংশ রেস্টুরেন্ট থেকে সংক্রমিত হয়েছে। ফাইল ছবি: রয়টার্স
এক জরিপে দেখা গেছে, মিশিগানে করোনায় ৩১ শতাংশ সংক্রমিত হয়েছে নার্সিং হোম ও অ্যাডাল্ট কেয়ার থেকে, ২২ শতাংশ হয়েছে সামাজিক জমায়েত থেকে, ১০ শতাংশ কর্মক্ষেত্র থেকে এবং ৯ শতাংশ রেস্টুরেন্ট থেকে সংক্রমিত হয়েছে। ফাইল ছবি: রয়টার্স

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় মিশিগানে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৬৯ জনের এবং সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের। আগের দিন অর্থাৎ ২৭ জুলাই রাজ্যে ৪৮৮ জনের সংক্রমণ শনাক্ত হয় এবং মৃত্যু হয় পাঁচজনের। মিশিগানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ১৭০ জনের এবং সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৯ হাজার ১৭৬ জন। মিশিগান স্টেট সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মিশিগানের বিভিন্ন হাসপাতালে করোনা রোগী ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। গত সাত দিনের হিসাবে দেখা যায়, মিশিগানে গড়ে প্রতিদিন ৬২২ জন করোনায় সংক্রমিত হয়েছে। ২৭ জুলাই ২৪ হাজার ৭২৪ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে, এর মধ্যে ১ হাজার ২০২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। রাজ্যে এ পর্যন্ত ৫৭ হাজার ৫০২ জন করোনা সংক্রমিত রোগী সুস্থ হয়েছে।

জানা গেছে, মিশিগানে এখন তরুণেরা বেশি করোনায় সংক্রমিত হচ্ছেন। যাঁদের বয়স ২০ থেকে ২৯, তাঁদের মধ্যে এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। মিশিগানের চিফ মেডিকেল এক্সিকিউটিভ জে. খালদুন বলেন, স্বাস্থ্য বিভাগ গত সপ্তাহে নতুন আক্রান্ত রোগীর মধ্যে জরিপ চালিয়ে দেখেছে, রোগীর ৩১ শতাংশ সংক্রমিত হয়েছে নার্সিং হোম ও অ্যাডাল্ট কেয়ার থেকে, ২২ শতাংশ সংক্রমিত হয়েছে সামাজিক জমায়েত থেকে, ১০ শতাংশ কর্মক্ষেত্র থেকে এবং ৯ শতাংশ রেস্টুরেন্ট থেকে।