হোয়াইট হাউসের সামনে গুলি, ভয়ে দ্রুত সরে গেলেন ট্রাম্প

প্রেস ব্রিফিং শেষ না করেই দ্রুত সরে যাওয়ার আগে সিক্রেট সার্ভিসের একজন কর্মীর সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
প্রেস ব্রিফিং শেষ না করেই দ্রুত সরে যাওয়ার আগে সিক্রেট সার্ভিসের একজন কর্মীর সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেস ব্রিফিং থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। ১০ আগস্ট হোয়াইট হাউসের ব্রিফিং রুমে প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সম্মেলন শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিসের একজন কর্মী হন্তদন্ত হয়ে এসে বলেন, ‌‌‌‘স্টেপ আউট সাইড।’ এ ঘটনায় মুহূর্তের জন্য ট্রাম্পকে দ্বিধান্বিত হতে দেখা যায়। পরে ট্রাম্পকে সেখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

আবার কিছুক্ষণ পরে ট্রাম্প ব্রিফিং রুমে ফিরে এসে নিজেই বাইরে থাকা বন্ধুকধারীর কথা জানান। সবকিছু নিয়ন্ত্রণে আছে বলেও তিনি সাংবাদিকদের জানান।

পরে জানা গেছে, হোয়াইট হাউসের সামনে লাফায়েত স্ট্রিটে সিক্রেট সার্ভিস কর্মীর গুলিতে একজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা দুটি গুলির শব্দ শুনেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে ফিরে সবকিছু নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে সিক্রেট সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানান। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এবারে আমাকে বাংকারে যেতে হয়নি।’

‘আপনি কি কাঁপছিলেন?’ এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা প্রশ্ন করেন, ‘আমি কি কাঁপছিলাম বলে মনে হচ্ছিল?’