ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে তীব্র যানজট
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে গতকাল বৃহস্পতিবার রাত দুইটা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এবং সকাল আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ঘাটে এখন প্রায় তিন কিলোমিটার রাস্তাজুড়ে পণ্যবাহী ৫০০ ট্রাক, ১৫০ ব্যক্তিগত এবং শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়ে আছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা জানান, গতকাল রাত দুইটার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফেরি শাহজালাল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও এনায়েতপুরী ঘন কুয়াশার কারণে মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে। পরে সকাল ছয়টার দিকে কুয়াশা কমে এলে ফেরিগুলো পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায়। বর্তমানে এই রুটে ছয়টি রো রো ফেরি ও একটি ছোট ফেরি চলাচল করছে।