ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে ৩ কিলোমিটারজুড়ে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশের মেঘনা সেতুর ওপর থেকে বিকল হওয়া ট্রাকটিকে আজ শুক্রবার দুপুর তিনটার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকামুখী লোহাভর্তি ট্রাকটি সকাল সাতটার দিকে সেতুর ওপর বিকল হয়ে পড়েছিল। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১৫কিলোমিটার জুড়ে যনজটের সৃষ্টি হলেও পরে এখন তা কমে তিন কিলোমিটারে দাঁড়িয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট বুলবুল জানান, বিকল ট্রাকটি লোহাভর্তি থাকায় সেখানে থাকা ছোট ক্রেন দিয়ে সরানো যায়নি। পরে ঢাকা থেকে বড় ক্রেন নিয়ে ট্রাকটি সরানো হয়। তবে রাস্তায় গাড়িগুলো এলোপাতাড়ি ঢুকে পড়ায় যানজট স্বাভাবিক হতে সময় লাগবে।