দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বসুন্ধরার বিরুদ্ধে ১৪ জিডি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মৌজার ১৪জন জমি মালিক আজ শুক্রবার বসুন্ধরার বিরুদ্ধে জমি ভরাটের অভিযোগে ১৪টি সাধারণ ডায়েরি করেছেন । সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এই জিডিগুলো করা হয়। এর চুনআগে অর্ধশত জমির মালিক জমি জরিপকারকের মাধ্যমে জায়গা মেপে নিজেদের জায়গায় সাইনবোর্ড লাগিয়েছেন।এরপর আজ দুপুরে চুনকুটিয়া মৌজায় জমি মালিক কল্যাণ সমিতির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেন জানান, যেকোনো মূল্যে বসুন্ধরার কাছ থেকে তাঁদের জমি রক্ষা করতে হবে। কোনোভাবেই তাঁদের জমি বসুন্ধরার কাছে বিক্রি করা হবে না। প্রয়োজনে তাঁরা বসুন্ধরার বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামবেন।