পশ্চিমবঙ্গ বিধানসভার ১০টি আসনে উপনির্বাচন কাল

পশ্চিমবঙ্গ বিধানসভার ১০টি শূন্য আসনে কাল শনিবার উপনির্বাচন হবে। গত মে মাসে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসক জোট বামফ্রন্টের ব্যাপক পরাজয়ের পর আগামীকাল আবারও নির্বাচনী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তারা। আগামীকাল যে ১০টি আসনে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে বামফ্রন্ট ক্ষমতায় রয়েছে তিনটিতে। দুটি আসনে জাতীয় কংগ্রেস ও পাঁচটি আসনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। এই নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস-তৃণমূল জোট সব আসনে প্রার্থী দিলেও বিজেপি দিয়েছে আটটি আসনে। ২০১১ সালে অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচন বামফ্রন্ট ও কংগ্রেস-তৃণমূল জোটের কাছে এক মহাচ্যালেঞ্জ। বামফ্রন্ট চাইছে তাদের হাতে থাকা তিনটি আসনকে ধরে রেখে বাকি দু-একটি আসন ছিনিয়ে আনতে। অন্যদিকে কংগ্রেস-তৃণমূল জোট চাইছে ১০টি আসনেই বিজয় ছিনিয়ে আনতে। ফলে এই নির্বাচন বামফ্রন্টকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রসঙ্গত, এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ১০ নভেম্বর।