বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ কাঁঠালতলা এলাকায় আজ শুক্রবার সকালে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে গাড়ির চালক সাইফুল ইসলাম (৩৬) ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরও চারজন। আহতদের খুলনার রূপসা উপজেলার তিলক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুলের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চৌদ্দগোপাল গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বাগেরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) অবণী চন্দ্র দাস জানান, ঢাকা থেকে বাগেরহাটগামী একটি প্রাইভেটকার বাগেরহাট-খুলনা মহাসড়কের ওই স্থানে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সুরাইয়া হালিম (৪৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার সেগুনবাগিচা এলাকার বাসিন্দা।