ভুটান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার ভুটান পৌঁছেছেন। আজ দুপুর সোয়া একটার দিকে প্রধানমন্ত্রী ভুটানের উদ্দেশে যাত্রা করেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সেনা ও নৌবাহিনীর প্রধানরা, কূটনৈতিক কোরের প্রধান প্রিটফহ্যাগস ট্রোম এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। খবর বাসসের।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম আবদুল করিম প্রমুখ।ভুটান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী নিয়োনপো উগিয়েন শেরিং, ভুটান জাতীয় পরিষদের স্পিকার জিগমে শুলতিম, ভুটান ন্যাশনাল কাউন্সিলের চেয়ারম্যান নামগি পেনজোর ও ভুটানের অর্থমন্ত্রী লিয়োনপো খান্দু ওয়াংচুক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজার আয়োজিত এক মধ্যাহ্নভোজ এবং ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আয়োজিত এক নৈশভোজেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ নভেম্বর সোমবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।