দুটি কবিতা
ঝড়-পাতাএমন পাতায় তবে ক্ষরচিহ্ন গোপন সংকেত?তীর ও ধনুক দেখি, এঁকে রেখে গেছে কেউ এই ভূর্জপাতায়আমার অস্থির চোখ তাম্রশাসন পড়েছে কি আগে,অথবা জ্যোতিরও আগে, সেই সব অন্ধকার গান? শুনেছি অনিষ্ঠ ধ্যানে খনির বিরল পাতা স্থির হয়ে থাকেচূড়ান্ত পথের দিকে সুগভীর আত্মহত্যা ছাড়াতখন অজ্ঞাতে নাকি গূঢ় হাওয়া বয়কড়ির গোপন নদী সুকোমল, মৃদু বয়ে যায়তখন পাতাও নাকি প্রাণবন্ত, বহুকথাময়এখনভাত পুড়ছেশেষ হলো বীজধান বোনাএখন অনন্ত মাঠে ধ্যান করে কাকখোলা ময়দান— তাও খরনিবিড় জঙ্গল, শেয়ালধানও কি পুড়ছে বলো?তাহলে মাটির গায়ে রাত্রি দ্বিপ্রহরশেষ হলো আলোকের— অলোকেরশেষ-গান বোনা