বেখবর
আলসেমিএই ই-মেইল, মোবাইল ফোনের যুগেও পোল্যান্ডের রেজনি শহরের লোকজন চিঠি লেখার ব্যাপারে বেশ অভ্যস্ত ছিল। শহরের বুড়োরা ছেলেমেয়েদের, প্রেমিকরা প্রেমিকদের চিঠি লিখতেন। কিন্তু সমস্যাটা হলো, গত পাঁচ বছর ধরে এই শহরের কোনো মানুষ কারও কাছ থেকে কোনো চিঠির উত্তর পায়নি। একসময় কেউ কেউ অভিযোগ পেতে লাগল, তাদের পাঠানো চিঠিও কেউ পায় না! শহরটি কি তাহলে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল? তদন্তে নেমে পড়লেন এক বৃদ্ধ। বিস্ময়ের সঙ্গে আবিষ্কার করলেন, গত পাঁচ বছরে এই শহর থেকে যত চিঠি পোস্ট করা হয়েছে, তার কোনোটিই শহরের বাইরে পাঠানো হয়নি। এমনকি বাইরে থেকে আসা কোনো চিঠিই তাদের হাতে দেননি পোস্টম্যান। কারণ? ‘আমি প্রথমে ছুটিতে ছিলাম, পরে অসুস্থ ছিলাম, তারপর পোস্ট বক্সের চাবি হারিয়ে ফেলেছিলাম’—নির্বিকার জবাব পোস্টম্যান উইসল জাওজের!চোরাইডেনমার্ক থেকে আসা অন্য সব নিয়মিত ভ্রমণার্থীর মতো নিরীহ দর্শন লোকটি মাত্র নেমেছে নরওয়ের ক্রিস্টিয়ানল্যান্ড বন্দরে। ২২ বছর বয়সী এই লোকটিকে সন্দেহ করার কোনো কারণও ছিল না। এমনিতেই নিয়মমাফিক তার ব্যাগ পরীক্ষা করে দেখছিল বন্দর কর্তৃপক্ষের লোকজন। ব্যাগে হাত দিতেই বেরিয়ে এল ভয়াবহদর্শন কয়েকটা ট্রান্টুলা মাকড়সা! বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই লোকজন অবাক হয়ে দেখল লোকটির সারা শরীর যেন কেঁপে কেঁপে উঠছে। জামা খুলতে দেখা গেল শরীরে পেঁচানো ১৪টি সাপ! আরও আছে। প্যান্ট খেলার পর দেখা গেল শরীরের সঙ্গে বাঁধা ১০টা গিরগিটি! এসব প্রাণী ডেনমার্ক থেকে চোরাইপথে নরওয়ে আনতে চাইছিলেন ভদ্রলোক। অ্যালার্জিবেগুন খেলে বা ইলিশের গন্ধ পেলেই শরীর চুলকাতে শুরু করে এমন লোক নিতান্ত কম নয়। রোগটার নাম অ্যালার্জি। ফুলের রেণু, ধুলো থেকে শুরু করে বাটাসের নাইট্রোজেনে পর্যন্ত অ্যালার্জি থাকার উদাহরণ জানা যায়। তাই বলে স্ত্রীর কাছে গেলে কারও অ্যালার্জি হতে পারে! আর কারও না হোক, বিরল এই ঘটনাটা ঘটছে ইয়র্কশায়ারের ড্যারেন ইয়ংয়ের ক্ষেত্রে। অন্তত তিনি এমনটাই দাবি করছেন। ইয়ংয়ের ভাষ্য অনুযায়ী স্ত্রীর কাছে গেলেই তার নানা রকম উপসর্গ হচ্ছে। শেষ পর্যন্ত চিকিত্সক ইয়ংয়ের সঙ্গে খানিকটা একমতও হয়েছেন। তবে অ্যালার্জিটা আসলে স্ত্রীতে নয়, ইয়ংয়ের স্ত্রীর ব্যবহূত স্নো-পাউডারে!