default-image

অধিবিদ্যা
ভালোবাসার মতো কোনো জ্ঞান নাই
তারপরও তোমারে ভালোবাসলাম
কল্পনায়, সশরীরে, স্বপ্নে
দীর্ঘক্ষণ।

মিললে দেহ নিরাকার—লাগে না মন।

মালিদের মন
উদ্যানে
আমরা ছিলাম হিজলের তলায় প্রথমে
তারপর গেলাম হাওয়াতলার ওই দিকে লেকপাড়
বৃষ্টি ছিল না বাতাস ছিল না, সব থমথমে
ঘামে ভেজা গা বলতেছিল মনে মনে বৃষ্টি হবে।

যাওয়া-আসার মাঝে ঘাসভরা মাঠ
তারাও ডাকতেছিল—
‘আসো মেঘ, ঝরে পড়ো বুকে’।

মানুষ কোনো দিন মেঘের মতো না, ডাক শুনে
আসে না। মানুষ ঘাসের জীবনও পাবে না
কোনো দিন।

বিজ্ঞাপন
default-image

দুঃখবাদী ধারণা

বিবিধ ফুল ফোটে বর্ষায়—যেমন দোলনচাঁপা
কেমন তাদের আকার-প্রকার সকল আছে মাপা
জেনেও তবু যায় না জানা, আটকে থাকে গলা
ফিরে আসে শোপেনহাওয়ার, কাঁদে কদমতলা।


অন্য আলো ডটকমে লেখা পাঠানোর ঠিকানা: info@onnoalo.com

মন্তব্য পড়ুন 0