মুয়িন পারভেজ
জয়পুরহাট
এই পথ গেছে বহুদূরে, বড়াইলে, আর তুমি
গ্রামসীমানার দিকে ভাঙাচোরা স্তব্ধ কলঘর
বৃষ্টিসম্ভাবনা দেখে তবু আজ ব্যাপ্ত হয়ে আছ
বিলজোড়া বাতাসের হু হু তানে, ধানের ভিতর
বিজয় আহমেদ
স্পর্শ
সূর্য থেকে উত্থিত হে শস্য করো চন্দ্র–ভোজ সভা
বাঁ বুকের হাড়ে বাঁধো আজাদির মতো রক্ত-প্রভা
কোথাও শুশ্রূষা নেই রাখালের বুকে ডাকো ব্যাং
আজও হয় নাই বৃষ্টি তবুও সূর্যাস্তে ডাকো ক্যান?
মিছিল খন্দকার
বসন্ত
জগৎজুড়ে কোকিল ডাকে
দুপুর তাতে হাসে—
তোমার চেয়ে ভালো লাগে
যে জন তোমার পাশে।
রিমঝিম আহমেদ
সম্পর্ক
নৈকট্যের ভাঁজে থাকে অনিবার্য দূরত্বপিপাসা
অচলায়তন ঘেঁষে জন্ম নেয় স্তব্ধ বনসাই
পৃথক পৃথিবী থেকে উড়ে আসে ধুলার তামাশা
মানুষ ফুরিয়ে যায় পড়ে থাকে সম্পর্কের ছাই
সালেহীন শিপ্রা
দুজনে
ছেঁড়া ঘুড়ি ভেজা কাগজ কাঠামো রেখে গলে যায়
কখনো ফিরবে কি বলো তুমুল ঘন বরষায়...
জারুল ফুলের এত রং, মুষল বরষা জলে ফিকে
আমার তোমার দিকে মন, তোমার অন্য কারও দিকে!