লাল জামরুল অন্ধকারে সোমত্ত মেয়ে
ঝুঁকির ভেতর আছে;
মেঘলা দুপুরে পাতার ঘোমটা দেওয়া
তার মুখ কেমন দেখায়!
পাতলা অন্ধকারে নৈঃশব্দ্যের বেষ্টনীর ভেতর
শিশুদের চোখ গভীর বিস্ময় ধরে রাখে
আলোকিত ঘোলা জলে ছোট নৌকা স্থির
বড়দের মাথা বড় সংশয়ে নড়ে এদিক-ওদিক!
লাল জামরুল প্রশমিত হয়ে আসা
উত্তেজনার মধ্যে ছোট্ট এক নতুন খবর
লাল জামরুল আমার নতুন ভালোবাসা
শিশু ও প্রাপ্তবয়স্কের মাঝখানে নতুন সংবেদ!