শীত
আমার দেশে শীত আসে না। শীতের তাড়া খেয়ে সাইবেরিয়া তুন্দ্রাঞ্চল থেকে আসে পাখিরা। তাদের ডানায় লেগে থাকা বরফকুচি ছড়িয়ে দেয় হাওয়ায়আর কলকাকলি।উত্তরে আছেন হিমালয়। সময় সময় তিনিও পাঠান উতরালহাওয়া। তাতেই তাঁর শ্বাস কষ্ট বাড়ে। প্রতিবছর কিছু লোক মারা যায়।খেঁজুর গাছগুলো রসবতী হয়। রাতভর টপটপ পড়ে রসের ফোঁটা। শীতের ফল ও সবজি যায় বাজারে। আমাদের হাট ভেঙে গড়ে উঠেছে বাজার। সেখানে খেঁজুরের রস পাওয়া যায়। শীতের পাখিও।