ছড়ার ধাঁধা

>

এসে গেছে গ্রীষ্ম! মজার মজার ফল পাওয়া যায় বলেই তো এই ঋতুটা আমাদের প্রিয়। কিন্তু শুধু ফল খেলে তো হবে না। ফল খেয়ে তোমার মাথায় কেমন বুদ্ধি হলো, সেটা যাচাইও করতে হবে। অতএব, মেলাও ধাঁধা! লিখেছেন মো. সাইফুল্লাহ

১.

সবুজের ভেতর লাল

মামা এনেছে কাল।

ইয়াব্বড়, গোল!

মামা বললেন, ‘বীরপুরুষ,

পারলে এটা তোল!’

২.

জুস খাও, আচার খাও

খাও মিশিয়ে ডালে

মরিচ মেখে খেতে গিয়ে

আঁতকে ওঠো ঝালে।

ঝড়ের দিনে এই ফলটা

কুড়াতে বড় সুখ

পাকা ফলের রসে মাখা

খোকার হাসিমুখ।

৩.

‘বাবুদের তাল-পুকুরে

হাবুদের ডাল-কুকুরে

সে কি বাস করলে তাড়া

বলি থাম একটু দাঁড়া।’

লিখেছেন কবি নজরুল

লিখে কি করলেন ভুল?

ছড়াটা পড়লে পরে

খেতে খুব ইচ্ছে করে।

বলো তো ফলের কী নাম?

পারলে পাবে ইনাম।

৪.

গাছে ঝুলতে দেখে লোকে

গোঁফে মাখে তেল,

মাথায় ভেঙে খেতে গেলে

করবে তুমি ফেল।

রোদ পড়েছে ঠা ঠা

ফলের ভেতর কেমন করে

ঢুকল এমন আঠা!

৫.

বলল ডেকে মামা

একটা আকার নেই বলে কি নাম হলো না ‘জামা’?

বল তো ফলের নাম?

ভর্তা করে খেতে গিয়ে লেগেছে গ্যাঞ্জাম।

৬.

মা বলেছেন রোজ সকালে

খাও যদি এক গ্লাস

এ শরবতে জাদু আছে

পাবেই তো এ প্লাস।

টাক মাথার জম

দাদুর মাথায় টাক বলে তিনি খান কম।

ধাঁধার উত্তর দেখো আয়নায়

১. তরমুজ ২. আম ৩. লিচু ৪. কাঁঠাল ৫. জাম ৬. বেল