সংশয়-সরোবর

সমস্ত সত্যগুলো মিথ্যে হয়ে যাক
মিথ্যেগুলো সত্যি,
চোখের সামনে মস্ত একটা পাহাড়
গায়ে-গায়ে লেগে থাকা কিছু মাচাংঘর
সেইখানে সংসার, ছেলেমেয়ে
খেটে খাওয়া মানুষের তৃপ্তি–বিষাদ
চূড়ায় মেঘের সমারোহ, এখনই নামবে বৃষ্টি
মুছে যাবে চাষির পদচ্ছাপ
পুড়ে যাওয়া জুমখেতের ঔজ্জ্বল্য...
আরও একটা পাহাড়ের ঢালে বসে
এইসব দৃশ্য কণ্ঠে বাজে
অতীতের যেকোনো সুর হয়ে।
পাশে বসা তুমি ভিজিয়ে দিচ্ছ

ছোট ছোট বৃত্ত থেকে ছিটকে আসা জলের মতো

এত আদর নিয়ে কোথায় যাই

বৃষ্টির এত সংঘাত

জলের এত পীড়ন

সমস্ত সত্যগুলো মিথ্যে হয়ে যাক

মিথ্যেগুলো সত্যি।