সাধনতত্ত্ব

তেরোশত নদী জল করে চলে টলমল

তোমার শরীরে

সুন্দরের বিদ্যা তুমি তোমারে প্রণামে আমি

আলোকে আঁধারে ॥

কামনা ব্যাকুল মন হলো বড় উচাটন

অনন্ত অন্তরে

এর নাম কাম ব্যক্ত বলেছে সাধু ও ভক্ত

জানে যে সন্তরে॥

জীবন যৌবন হলে নদীরা উজানে চলে

মিছে করে ভাটি

সাধুজনে তাই বলে রস–রতি অন্তঃস্থলে

রাখো পরিপাটি॥

গোরক্ষ-বিজয় পড়ি জলেতে গড়িয়ে বাড়ি

জ্ঞান পাই হাতে

নিরঞ্জন হয় নারী তারে কি সাধিতে পারি

ভক্তি–প্রেম সাথে॥

চন্দ্র সূর্য একভাবে দিগন্তে দেখতে পাবে

আলোর পালক

তবে কেন ভুল কর শুদ্ধ প্রেম প্রাণে ধর

নির্বোধ বালক॥