আগন্তুকা

কে? তুমি কে?

সন্ধ্যাবেলায় ঢলে পড়লে যে!

আর যা-ই হও হঠাৎ বৃষ্টি না

অথবা যে পালিয়ে গেল কুটিল কিশ্চিনা

তাহলে বল, তুই কে?

অবেলাতে এখন নিজেকে নিজে ধর্ষে!

ঝিম মেরে আছে জোনাকিরা

দিব্যি দিচ্ছি, না—খোদার কিরা

শিরায় শিরায় বহে যব, জয়তুন হাওয়া

মরুমন্ত্রে তারাদের দিতেছে ধাওয়া

তখন তুমি যা ছিলে সেই তুমি কে?

আমার একটু একটু চেনা লাগছে!

হিত্তি হরফে অনাপত্তি প্রেমে

সন্ধ্যাবেলায় হারামি ঢুকে পড়ল হাড়ের হারেমে!

মখমলে পারস্যের শেষ শীৎকার

গলন্ত গোলাপের চিলচিৎকার

বল ওরে সেই কে কি তুই? কথা দিচ্ছি, কাকপক্ষীকেও আমি বলব না

যেখানে জপছে নাম এক আধকানা,

কাঁপছে লিলিথ, কাঁপছে ধারাল খুরের খলতায়

জানি আমি, পরমেশ্বর তাকেই তো চায়!

তাহলে বল না, এই আমি কে?

সন্ধ্যা হতে না হতে নাহাচ্ছে ত্রিতরঙ্গে!