ঠিকানার বিড়ম্বনায় অমৃতলাল বসু

অমৃতলাল বসু
অমৃতলাল বসু

উনিশ শতকের প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা অমৃতলাল বসুর সঙ্গে দেখা করার জন্য এক ব্যক্তি থিয়েটারপাড়ায় গিয়ে তাঁর ঠিকানার খোঁজ করছিলেন। জনৈক অভিনেতা তাঁকে একটি ঠিকানা ধরিয়ে দেন। সেটি হলো, শ্যামবাজারের ১ নম্বর মৈত্রী লেন। কিন্তু ওই ঠিকানায় গিয়ে তিনি আর অমৃতলালকে খুঁজে পাচ্ছিলেন না। অলিগলি ঘুরে ক্লান্ত-শ্রান্ত হয়ে পরে ওই এলাকার এক অধিবাসী তাঁকে জানালেন, অমৃতলাল বসু শ্যামবাজার এলাকার বাসিন্দা বটে। কিন্তু তাঁর বাড়ি আদতে ওই সড়কে অবস্থিত নয়। তাঁর বাড়ির আসল ঠিকানা হলো ১/২ রামচন্দ্র মৈত্রী লেন। পরে আসল ঠিকানায় গিয়ে ওই ব্যক্তি অমৃতলালের দেখা পেয়ে তাঁকে সখেদে বললেন, ‘আপনার বাড়ি খুঁজতে গিয়ে বড় হয়রান হয়েছি। একজন ভুল ঠিকানা ধরিয়ে দিয়েছিল।’ অমৃতলাল এ কথা শুনে প্রশ্ন করলেন, ‘আপনাকে ওই ঠিকানা কে দিয়েছিল?’ ভদ্রলোক জানালেন, ‘থিয়েটারের এক অভিনেতা।’ ‘ঠিকই হয়েছে। জানেন তো, অভিনেতারা মাত্র অর্ধেক মুখস্থ করে, আর অর্ধেক থাকে প্রম্পটারের হাতে!’ অট্টহাসিসমেত বলে উঠলেন সেকালের থিয়েটারের ‘রসরাজ’।

গ্রন্থনা: মুহিত হাসান, সূত্র: শৌরীন্দ্রকুমার ঘোষের সাহিত্যিক কৌতুকী