বইয়ের বিচিত্র

বইমেলা শেষ এই প্রহরে জেনে নেওয়া যাক বই নিয়ে মজার কিছু তথ্য।

* কাগজে–কলমে এখন পর্যন্ত বই প্রকাশিত হয়েছে ১৩০ মিলিয়ন।

* পুরনো বইয়ের গন্ধ শুঁকতে অনেকেরই ভালো লাগে। এই ভালো লাগা বা ভালোবাসার রোগকে বলা হয় ‘বিবলোসমিয়া’।

* বিশ্বের যে তিনটি বই আজ অব্দি সর্বোচ্চ পঠিত হয়েছে, তা হলো পবিত্র বাইবেল, মাও সে–তুঙের উক্তি ও হ্যারি পটার।

* বিশ্বব্যাপী যত বই বিক্রি হয়, তার ৬৮% কেনেন নারীরা।

* যেসব পোকা বইয়ের বাঁধাই কেটে খেয়ে জীবনধারণ করে, তাদের অনুকরণ করেই ‘বইয়ের পোকা’ শব্দযুগল বইপড়ুয়াদের জন্য ধার নেওয়া হয়েছে।

* বিশ্বের সবচেয়ে দামি বইয়ের নাম ১৬৪০ বে সাম, যা বিক্রি হয়েছে ১৪ দশমিক ২ মিলিয়ন ডলারে।

* বিশ্বের সবচেয়ে বড় বই হলো দ্য ক্লেংক এটলাস, যার দৈর্ঘ্য ১ দশমিক ৭৫ মিটার এবং প্রস্থে এটি ১ দশমিক ৯০ মিটার চওড়া।

* মার্সেল প্রুস্তের ইন সার্চ অব লস্ট টাইম পৃথিবীর সবচেয়ে দীর্ঘ উপন্যাস, যা তেরটি খণ্ডে বিভক্ত এবং ১ দশমিক ৩ মিলিয়ন শব্দ দিয়ে লিখিত।

* হ্যারি পটারকে ভালবাসেন? জেনে রাখুন, বইটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আমেরিকায় সবচেয়ে বেশিবার নিষিদ্ধ হয়েছে।

* বই লিখতে গেলে কাগজ–কলম নিয়ে বসে লিখতে হয়, তা–ই নয়? কিন্তু ভার্জিনিয়া ওলফ একমাত্র লেখক, যিনি তাঁর সমস্ত বই দাঁড়িয়ে লিখেছেন।

* টাইপরাইটারে লেখা প্রথম বইয়ের নাম কী, জানেন? টাইপরাইটারে লেখা প্রথম বইয়ের নাম অ্যাডভেঞ্চারস অব টম সয়ার।

* প্রথম বেস্টসেলার বই হিসেবে পরিচিতি পায় অ্যালিস ব্রাউনের ফুলস অব নেচার।

সূত্র: বুকস্টোরডটকম
গ্রন্থনা: শাফিনূর শাফিন