সুন্দরের জন্য

অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

কেন সুন্দরের জন্য এত অশ্রুপাত, দীর্ঘ
রাতজাগা,
এই সর্বস্ব খোয়ানো, হেমলক পান?
দয়ার্দ্র চোখের একটু স্পর্শ পেতে সহস্র বছর অন্ধ
হয়ে থাকা
কেন সুন্দরের পায়ে সব বিসর্জন দেওয়া,
সুন্দরকে সব ভেবে কেন পথের ভিক্ষুক হয়ে
যাওয়া?
কেন সুন্দরের জন্য এই আত্ম–নির্বাসন, একটি জীবন
এভাবে নিঃশেষ করা,
সব তছনছ করে ফেলা,
একটি প্রিয় সম্বোধনের জন্য পাগলের মতো
এক কোটি বছর অপেক্ষা,
এমন দেউলিয়া হয়ে যাওয়া;
সুন্দরের সংজ্ঞা জানি না, কিন্তু তারই জন্য
এত দুঃখ, এত অশ্রু?