সেপ্টেম্বরে ঢাকা অনুবাদ উৎসব

গেল বছর ঢাকা অনুবাদ উৎসবে অতিথিরা। ছবি: সংগৃহীত
গেল বছর ঢাকা অনুবাদ উৎসবে অতিথিরা। ছবি: সংগৃহীত

আসছে সেপ্টেম্বরের ২৭ ও ২৮ তারিখ বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে ঢাকা অনুবাদ উৎসব। ‘অনুবাদের মাধ্যমে সারা দুনিয়াকে এক করা’র লক্ষ্য নিয়ে এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজনের দ্বিতীয় আসর। গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো বাংলাদেশে অনুবাদ নিয়ে আন্তর্জাতিক মানের এই আয়োজন করা হয়। দেশ-বিদেশের অনুবাদে অবদান রাখা স্বনামধন্য লেখকেরা এবং আগ্রহী শ্রোতা–পাঠকের প্রাণবন্ত মিলনমেলায় মুখরিত ছিল বাংলা একাডেমির মিলনায়তন ও প্রাঙ্গণ। এবারও অনুবাদ কর্মশালা, সেমিনার, নতুন অনুবাদ বইয়ের উন্মোচনসহ বিভিন্ন মাত্রার আয়োজন থাকছে। উৎসবটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। সূত্র: ঢাকা ট্রিবিউন

গ্রন্থনা: মারুফ ইসলাম ও আবদুল্লাহ আল মুক্তাদির