মারাঠা ভাষায় কোনো সুনীতিকুমার নেই

সুনীতিকুমার চট্টোপাধ্যায়, অলংকরণ: তুলি
সুনীতিকুমার চট্টোপাধ্যায়, অলংকরণ: তুলি

বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে তখন চলছে ভারতকোষ নামে পাঁচ খণ্ডে একটি কোষগ্রন্থ প্রকাশের কাজ। ভাষাবিশারদ সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য। বহুদিনের পরিশ্রম শেষে প্রথম খণ্ডটি বেরোনোর পর সম্পাদকমণ্ডলীর সব সদস্য বসেছেন পর্যালোচনা করতে। যথারীতি হাজির আছেন সুনীতিকুমার। অতিথি আলোচক হিসেবে আছেন সুনীতিকুমারের সরাসরি ছাত্র আরেক ভাষাবিদ সুকুমার সেনও। তাঁর হাতে পয়লা খণ্ড ভারতকোষ–এর একটি কপি। সভা শুরু না হতেই খানিক উত্তাপ ছড়িয়েই তিনি ওই কোষের কোথায় কী ভুল আছে, তা সজোরে বিবৃত করতে আরম্ভ করে দিলেন। ছাত্রকে থামাতে গিয়ে অতঃপর সুনীতিকুমার বললেন, ভুল আছে, তা তো ঠিকই।

কিন্তু সে জন্য শুদ্ধিপত্র দেওয়া যেতে পারে। আর কিছুদিন আগে মারাঠা ভাষায় মহারাষ্ট্র থেকে এ রকম একটি কোষ প্রকাশ পেয়েছিল, তার তুলনায় এখানে ভুলের পরিমাণ কমই। গুরুর কথা না মেনে এবার সুকুমার সেন বলে উঠলেন, ‘মহারাষ্ট্রের সঙ্গে তুলনা করব কেন? ওখানে কি সুনীতিকুমার চট্টোপাধ্যায় আছেন?’ যেখানে সুনীতিকুমারের মতো পণ্ডিত মানুষ আছেন, সেখানে ভুল কেন থাকবে—উপস্থিত সভামণ্ডলী সুকুমার সেনের এই যৌক্তিক প্রশ্নের জবাব সেদিন আর দিতে পারেননি। 

সূত্র: শঙ্খ ঘোষের ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগ 

গ্রন্থনা: মুহিত হাসান