'মি টু'র আদ্যোপান্ত নিয়ে বই

জোডি ক্যানটর ও মেগান টুহে নামের নিউইয়র্ক টাইমস–এর দুই প্রতিবেদক ২০১৭ সালের ৫ আক্টোবর হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে প্রতিবেদন লিখে হইচই ফেলে দিয়েছিলেন। তাঁদের প্রতিবেদনের সূত্র ধরে সে সময় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন। পরবর্তীকালে ওই প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার অর্জন করেন সেই দুই প্রতিবেদক। সম্প্রতি আলোচিত সেই প্রতিবেদনের অন্তরালের ঘটনা নিয়ে শি সেইড: ব্রেকিং দ্য সেক্সুয়াল হ্যারাজমেন্ট স্টোরি দ্যাট হেল্পড ইগনাইট আ মুভমেন্ট নামে একটি বই লিখেছেন জোডি ক্যানটর ও মেগান টুহে। আর বইটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনা সংস্থা ব্লুমসবারি।

প্রকাশনা সংস্থার তরফ থেকে বলা হয়েছে, বইটিতে বিশ্বখ্যাত হলিউড অভিনেত্রীদের সঙ্গে জোডি ক্যানটর ও মেগান টুহের এমন সব আলাপচারিতা রয়েছে, যা আগে কোথাও প্রকাশিত হয়নি। উইনস্টনে যাঁরা চাকরি করতেন, তাঁদের গুরুত্বপূর্ণ আলাপচারিতাও স্থান পেয়েছে এতে। সবচেয়ে বড় পাওয়া, এই বইয়ে রয়েছে নিউইয়র্ক টাইমস–এর সেই আলোচিত প্রতিবেদন কীভাবে লেখা হলো, তার অন্তরালের ঘটনা। এ ছাড়া ওই প্রতিবেদনকে কেন্দ্র করে কীভাবে দানা বাঁধল মি টু আন্দোলন, সবকিছুর অনুপুঙ্খ উল্লেখ ও বিশ্লেষণও পাওয়া যাবে বইটিতে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া