আমার যত প্রাচীন বন্ধু

১০০ বছরের পুরোনো এই মুদ্রাও আছে সাদিয়ার কাছে
১০০ বছরের পুরোনো এই মুদ্রাও আছে সাদিয়ার কাছে

আমার শখের অভাব নেই। বলতে গেলে প্রতিদিন নতুন নতুন শখ জন্মায়। বই পড়া, লেখালেখি করা, গান করা, ডাকটিকিট জমানো, কলমের ক্যাপ জমানো, বাগান করা, ছবি তোলা—সবই আমার শখ। আমার কাছে ৩৭২টি বই আছে। বইগুলো দিয়ে সাজিয়েছি আমার ছোট্ট নিজস্ব পাঠাগার। নাম দিয়েছি ‘সাদিয়া-আয়েশা পারিবারিক পাঠাগার’, যার সদস্যসংখ্যা ২৩। 

আমার বাসার বারান্দা ও ছাদে মোটমাট ৩০টির মতো গাছ আছে। সবই আমার লাগানো। আমার ডাকটিকিটের সংগ্রহও কম নয়। তবে আমি বলব, আমার মুদ্রার সংগ্রহটাই সেরা। ষষ্ঠ শ্রেণি থেকে আমার মাথায় মুদ্রা জমানোর ভূত চেপেছে। 

ঠিক ১০০ বছরের প্রাচীন মুদ্রাও আছে আমার সংগ্রহে। ১৯১৯ সালের ভারতীয় এই মুদ্রাটি আমার সংগ্রহের সবচেয়ে পুরোনো সদস্য, যা আমার দাদার কাছ থেকে পেয়েছিলাম। ১৯৩০, ১৯৩৩, ১৯৪৮, ১৯৪৯, ১৯৫১, ১৯৫৪… সালের মুদ্রাও আছে আমার কাছে। এগুলো যেন আমার প্রাচীন বন্ধু! মুদ্রাগুলো যখন দেখি তখন মনে হয়, আমি যেন পুরোনো দিনে চলে গেছি।

হালিমাতুস্ সাদিয়া
অষ্টম শ্রেণি, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ময়মনসিংহ