তুমি ও বিষণ্নতা

অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

তোমার প্রতিটি ছবিতে

এত বিষণ্নতা থাকে কেন?

তুমি কি তার চাষবাস করো?

বাসার ছাদে অর্গানিক গার্ডেনে

গোলাপের পাশে ফোটাও?

নাকি তোমার ছাপাখানা আছে?

যেখান থেকে পাতার পর পাতা

বিষণ্নতা ছাপিয়ে—তুমি ছড়িয়ে

দাও সংক্রামক রোগের মতো?

আরও আধুনিক? তাহলে কি

তোমার কাছে বিষণ্নতার

সোর্স কোড আছে?

আছে, সোশ্যাল মিডিয়ার

মিলিয়ন ফলোয়ারসহ পেজ?

আজকাল শুধু তোমার ছবিতেই

বিষণ্নতায় সংক্রমিত হই!

অথচ একসময় বৃষ্টি, আকাশ,

একা উড়ে যাওয়া পাখি

কত কিছুই না দেখে বিষণ্ণ হতাম!