চিত্রনাট্য

অলংকরণ: আরাফাত করিম
অলংকরণ: আরাফাত করিম

অত্যন্ত ধনীর ছেলে আর তার সিরিয়াস বামপন্থাবিলাস

বাদামি চিনির প্রলেপ দেওয়া যত ইষ্টকথা

মাত্রাছাড়া বামাসক্তি, একই সঙ্গে একটানা বিষয়বাসনা...

মূল চিত্রনাট্যের তৃতীয় পর্বে এসে

নায়কের পেশিতে আরোপ করা হবে অতিরিক্ত বল।

কিন্তু একটু অসতর্ক হলেই নিশ্চিত পদস্খলন

ক্লাইম্যাক্স থেকে হড়কে পড়ে যাবে হাজার এপিসোডের নিচে

একে একে ঘটবে বিবেক আর বিদূষক, ভাঁড় আর খলনায়কের আবির্ভাব।

মঞ্চ গুলজার হবে। গন্ডারের রগে গড়া মাঞ্জা মারা শক্ত সুতা দিয়ে

বাঁধা থাকবে পরস্পর—চিরায়ত নায়ক, নিয়তি, ভাঁড় আর পিশুন-নায়ক।

প্রকৃতির উদার দাতৃত্বে অভিভূত হবে নতুন দ্বীপের চাষি।

পলিমাটি, সুফলন আর শস্যকৃষ্টির আগাম রোমন্থন, হাসি,

তামাক, তামাশা, অনুকল্পনা ইত্যাদি

নিয়ে প্রায় সারা রাত উত্তেজিত, উজাগর

থাকবে কৃষক আর তাদের গবাদি।

যে রাতে আস্ত শজারু গিলে ফেলে ভীষণ বিপাকে পড়ে যাবে অজগর।