সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার পাচ্ছেন সালমা বাণী

সালমা বাণী
সালমা বাণী

বাংলা একাডেমি প্রদত্ত সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০১৯ পেতে যাচ্ছেন কথাসাহিত্যিক সালমা বাণী। প্রবাসী বাঙালি লেখক, কবি-সাহিত্যিকদের মধ্যে যাঁরা বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষায় গভীরতাময় সাহিত্য রচনা করেন এবং বিদেশি নাগরিকদের মধ্যে যাঁরা বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেন, তাঁদের মধ্য থেকে দুজনকে এই পুরস্কার দেওয়া হয়। এবার সালমা বাণীর সঙ্গে পুরস্কারটি পাচ্ছেন আরেক কথাসাহিত্যিক সাগুফতা শারমীন তানিয়া।

রীতি অনুযায়ী আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ লেখককে পুরস্কারের চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হবে। পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ টাকা। ২০১১ সালে প্রবর্তিত ‘বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার’ ২০১৪ সাল থেকে ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার’ হিসেবে দেওয়া হচ্ছে।

সালমা বাণীর জন্ম ঢাকার সেন্ট্রাল রোডে। ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তাঁর পেশা লেখালেখি। দুই যুগের বেশি সময় ধরে তিনি কানাডায় বসবাস করেন।

গ্রন্থনা: মারুফ ইসলাম