বুকার প্রাইজ ফাউন্ডেশন ছাড়ছেন কেনেডি

ব্যারোনেস হেলেন কেনেডি
ব্যারোনেস হেলেন কেনেডি

দীর্ঘ পাঁচ বছর বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর সম্প্রতি ওই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যারোনেস হেলেন কেনেডি। গত বছর ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনস হিউম্যান রাইটস ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। কেনেডি বলেন, নতুন দায়িত্বের প্রতি আরও মনোযোগী হতেই তিনি বুকার প্রাইজ ফাউন্ডেশন থেকে অব্যাহতি নিচ্ছেন। পাশাপাশি তিনি এ-ও বলেছেন যে কোনো একটি পদে কারওরই দীর্ঘদিন অবস্থান করা উচিত নয়। বইপ্রেমী ব্যারোনেস হেলেন কেনেডি বলেন, ‘আমি বই পড়তে পছন্দ করি। বুকার প্রাইজ ফাউন্ডেশন আমার পাঠাভ্যাসকে আরও বিস্তৃত করেছিল। ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনস হিউম্যান রাইটস ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক হিসেবে আমার কাঁধে এখন প্রচুর দায়িত্ব। অনেক ব্যস্ততা। তারপরও বুকার প্রাইজ ফাউন্ডেশনের সঙ্গে আমার বন্ধন রয়ে যাবে। এ বন্ধন যে চিরকালীন আত্মার বন্ধন।’

আসন্ন ফেব্রুয়ারি মাসের শেষে বুকার প্রাইজ ফাউন্ডেশন থেকে পদত্যাগ করবেন ব্যারোনেস হেলেন কেনেডি। তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো জানা যায়নি। বুকার প্রাইজ ফাউন্ডেশন খুব শিগগিরই তাদের নতুন প্রধানের নাম ঘোষণা করবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

গ্রন্থনা: মারুফ ইসলাম