দুটি কবিতা

লেখক
লেখক

অরণ্যে রোদন
সমস্ত দিনের ক্লান্তিনাশা সোনালি বিকেলগুলো,
আমার স্বপ্নের আলুথালু সন্ধ্যাগুলো
যে সময় আলো ও মেঘের ফাঁকে, বাতাসে বাতাসে,
সন্ধ্যারাগে ঝিম ধরা ঘাসে ঘাসে
বুকে পোষা স্বপ্নেরা মহড়া দেয়
নতুন ভোরের পাখি হয়ে উড়বার,
আমার সাধের সেই সময় বিকিয়ে আছি বেঁচে
জীবনযাপনে দরকারী ঘুণপোকাদের কাছে।
তবু জীবনের কাছে আমার অনেক ঋণ আছে!
খুঁজেছি রাতের কাছে তাই হারানো সন্ধ্যার সুর,
হৃদয়ের খুঁয়ে ফেলা ধ্রুপদি সে রাগ;
রাত্রিও দেয়নি অবসর সেই সুর বাজাবার,
ফেরায়ে বলেছে শুধু, তার নিজেরই অনেক প্রয়োজন
এ সময় শ্বাস-প্রশ্বাসের মতো।


ফাঁদ

প্রেমের যে কত রূপ পৃথিবীর পথে পথে
পাতে ফাঁদ, ফেলে টোপ লাগাতার,
দোল দেয় নিরন্তর অন্তরে-অন্তরে।
সে দোলায় হরদম কাঁপে সব বুক
গণিতের অগণিত মতো
কিংবা আকাশের তারা গোনা মতো।
তবু কতটুকু তার পায় যে কে কবে
সে হিসাব মিলবে না কভু আর।
পেয়ে অবশেষে বিজলি-চমক ছটা
ক্ষণিকের রোশনাই পোড়ায় হৃদয় আজীবন;
যুক্তির সুতোয় হয় না বোনা মুক্তির ধ্বজা
তবুও ফাঁদেই যেন খোঁজে ফেরে মুক্তি।
সেই ফাঁদ ভালো তবু প্রেমহীন জীবনের চেয়ে
যদি থাকে আকশির কোমল পরশ
মানে-অভিমানে কিংবা রাগে ও বিরাগে।
শাহীনুর ইসলাম
অটোয়া, কানাডা