মৃতের সম্ভাবনা

শীতের এই সব রাতেরা নেমে আসে 

আলোকের বলিরেখা বরাবর 

শেষ ভোরের আগে মরে যাই আমি

  অথবা কঠিন জঠরে ঠাসা সময়ের 

 গর্ভজলে ভেসে থাকি মীন হয়ে বহুদিন; 

তারপর জলের আস্তর ভেঙে গড়িয়ে পড়ি

কয়েকটা সিঁড়ির মতো পাটাতনে 

পাখা হলে ডিঙিয়ে যাই সহস্র পদক্ষেপ 

মৃত্যু আমারে দেখা দেয়—নগরীর সহজ আলোকে।