'গেম অব থ্রোনস'-এর শেষটা কেমন হবে?

জর্জ আর আর মার্টিন
জর্জ আর আর মার্টিন

বিশ্বব্যাপী জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গেম অব থ্রোনস’–এর শেষ পরিণতি কেমন হবে, তা নিয়ে আবারও মুখ খুললেন জর্জ আর আর মার্টিন। সম্প্রতি জার্মানির একটি পত্রিকাভেল্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘“গেম অব থ্রোনস”–এর শেষ দুটি বইদ্যউইন্ডসঅবউইন্টারড্রিমঅবস্প্রিং লেখা নিয়ে আমি এখন খুবই ব্যস্ত সময় পার করছি। এর শেষ পরিণতি কী হবে, সেটা নিয়ে পাঠক ও দর্শকরা যেমন উদ্বিগ্ন, একই রকম উদ্বিগ্ন আমি নিজেও। এর শেষটা কি গতানুগতিক হবে, নাকি ব্যতিক্রম কিছু হবে? আমি নিজেও জানি না।’

এরপর জনপ্রিয় এ লেখক বলেছেন, সিরিজটি শেষ করার ব্যাপারে এইচবিও চ্যানেলের পক্ষ থেকে ভীষণ চাপ আসছে। আমার এখন প্রতিদিন অন্তত ৪০ পৃষ্ঠা করে লেখা উচিত। কিন্তু আমি সাকূল্যে লিখতে পারছি মাত্র চার পৃষ্ঠা!

‘গেম অব থ্রোনস’ সিরিজের শেষ দুটি বই তিন হাজার পৃষ্ঠার মধ্যে শেষ করবেন বলে মনস্থির করেছেন জর্জ আর আর মার্টিন। তবে টেলিভিশন সিরিজের জন্য নাট্যরূপ দিতে গিয়ে পৃষ্ঠাসংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান। কোনটি হবে প্রকৃত সমাপ্তি, বইয়ের, নাকি টেলিভিশন সিরিজের—সাক্ষাৎকার গ্রহীতার এমন প্রশ্নের জবাবে মার্টিন বলেন, এটা খুবই নির্বোধ গোছের প্রশ্ন হলো। সমাপ্তি তো একই হবে। সূত্র: ইনডিপেনডেন্ট