যে জীবন রূপকথা

>

২৮ জানুয়ারি ছিল কবি কামাল চৌধুরীর জন্মদিন। এ উপলক্ষে তিনি লিখেছেন এই কবিতা

প্রতিটি কুহক শেষে আমি বৃষ্টিদিন

ভিজে যাওয়া বাতায়নে তোমার আকাশ

আমাকে লিখতে এসে যারা ফিরে গেছে

তারা কেউ কেউ হারানো বালিকা

তাদের স্মৃতির অর্ঘ্যে ভেঙে পড়ছে সব অভিমান

সেখানে ধূলির পাশে ইতিকথা, বিস্মরণ লিখে 

আমিও অসমাপ্ত দীর্ঘ চরাচর...

২. 

আমিও নদীর নাম, বহুবার জলে লেখা ভাঙনের স্রোত, 

হাহাকারে ডাক দিলে মাস্তুলের পাখিজন্ম খুঁজে 

আমিও যাচ্ছি ভেসে

রোদে পোড়া আদিম শরীরে তুমি এসো অনন্ত দয়িতা

কী নাম তোমাকে দেব? 

জেনে গেছি নিজজন্মে তুমি গোত্রহীন। 

৩. 

আঙুলের পাশে তবু সকাল হচ্ছে 

দেখি দূর গ্রামে তুমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছ 

তোমার আকাশ থেকে তারারা নামছে দেখে 

বাতাসকে ভালোবাসা জানাতে এসেছি

যে জীবন রূপকথা, যে জীবন ঝুলিভর্তি আলোর উৎসব 

সেখানে আমি আছি, 

আমাকে লিখছি আমি, তোমাকেও।


২১ জানুয়ারি ২০২০