কবিতার ভুবন

কাজী এনাম উদ্দীন
আমায় দিয়ে দাও

তোমার একটি ঘৃণার প্রহর
আমায় দিয়ে দাও।
তোমার একটি যন্ত্রণার ক্ষণ
আমায় দিয়ে দাও।
তোমার একটি কষ্টের দিন
আমায় দিয়ে দাও।
তোমার একটি মন্দ সময়
আমায় দিয়ে দাও।
তোমার একটি মিষ্টি সকাল
আমায় দিয়ে দাও।
তোমার একটি ক্লান্ত বিকেল
আমায় দিয়ে দাও।
তোমার একটি মায়াবী চোখ
আমায় দিয়ে দাও।
তোমার একটি চন্দ্র প্রদীপ
আমায় দিয়ে দাও।
তোমার একটি পুবাল হাওয়া
আমায় দিয়ে দাও।
তোমার একটি চলার সুবাস

আমায় দিয়ে দাও।
তোমার একটি হাসির ঝিলিক
আমায় দিয়ে দাও।
তোমার একটু হাতের ছোঁয়া
আমার দিয়ে দাও।
তোমার একটু ভালো লাগা
আমায় দিয়ে দাও
তোমার একটু ভালোবাসা
আমায় দিয়ে দাও।

পারভেজ রাকসান্দ কামাল
পরিবার

আমার পরিবার ছোট পরিবার, তোমার আমার হাসিকান্না
আমার পরিবার তেলেভাজা বেগুন, চুলোয় ফুটতে থাকা রান্না;
পরিবার আমার দিগন্ত ছুঁয়েছে, মানে না কোনো বাধা,
ধর্মবিদ্বেষ ভুলে, এক হয়েছে নার্গিস সোফিয়া রাধা।

আমার পরিবার মানে শিহরিত প্রেম
আঙুলের ফাঁকে আঙুল জীবন্ত—
ছোট হয়েছে সাধ আহ্লাদ
ধোঁয়া ওঠা খিচুড়ি হয়নি বাড়ন্ত।

আমার পরিবার কাঁটাতার মানে না,
ওপারেতে নচিকেতা এপারে নীলাঞ্জনা।
বলেনি কথা, রয়েছে চুপকথা
ভয় পায়নি সুরঞ্জনা।

পরিবার কখনো মাথা নত করে না
বিপুলা পৃথিবীর মাঝে;
তুমি আমি জড়িয়ে আছি রাতবিরেতে
জ্বালিয়েছি দ্বীপ সকাল সাঁঝে।


মোস্তফা মহসীন
হাওরের দাগ

কৈশোরের আকুল আগুন
ছুঁয়েছিল জলমন্ত্র...
যে হাওরে স্রোত বেশি
সে হাওর জুড়ে নাকি; প্রেতিনী-ডাকিনী?
হাসে অন্তরাত্মা
হাওরের কলস্তরে কথকতা...

একেক ঋতুতে একেক যাপন
জ্যোতির্ময় লীলাময়, প্রভু ও পরম
বলি; হাকালুকি হাওর কি তোমার-আমার
ইচ্ছাজলে সুগঠিত—
শীতল-আশ্রম?

ঝাঁকে ঝাঁকে পাখিদের মুক্তির বাহাস
মানুষের ঠোঁটে ক্রুশবিদ্ধ
অতিথি পাখির মতোই লাফাচ্ছে
হাওরের ‘রানিমাছ’; নয়নাভিরাম!


ভাবতে গেলেই অ্যাবসার্ড
হাওরের ফসলি ভূমিতে না তাকিয়ে—
দিগন্তরেখায় খুঁজি
দুষ্কর্মের দাগ।।

শাহী শুভ
আমার কোনো পাপ বোধ নেই

এই সব বিবর্ণ সকাল
রোদ্দুর ঘুমে অলস যাপন।
পিছুটানে ছুটে যায়, হেমন্তের শিশির।
চোখ বুজে থাকি, দেখি না।
মরচে পরা বিকেলের গায়ে আলতো ছোঁয়ায়
কৃষ্ণকলির ঘুম ভাঙিয়ে বলতে চাই না,
এই জন্ম তোমার আমার।

ধূসর বিষণ্ন সময়।
বেহারার দল শকুন গিলে দাঁড়ায়,
ও কাঁধে আর প্রেম বাইব না।
আমিও তাদেরই একজন,
মুছে ফেলে দিই সব পাপ পুণ্যের হিসাব,
কি রাত, কি দিন, বিভোর থাকি।
নিতান্তই কখনো স্বপ্ন ছাড়তে হলে,
নিদারুণ অসুখী ভাবনায়,
দ্রুত পায়ে হেঁটে যাই, যাতে কেউ ছুঁতে না পায়।

সুখেই আছি,
এই জন্মে আমার কোনো পাপ বোধ নেই।