মধ্যরাতের ভাবনা

মধ্যরাতটা একটু বেশিই কেন মায়ার?
ব্যালকনিতে কেন প্রতীক্ষা অদৃশ্য কালের?
নিউরনে কেন প্রিয়তমার আগমন বারবার?
কেনইবা ফাঁকা রাস্তায় উদ্ভট প্রলাপ পাগলটার?
মধ্যরাতটা একটু বেশিই কেন ছলনার?
একের পর এক ছাই কেন সিগারেটের?
চারদিকে কেন এত শূন্যতা-অন্ধকার?
কেনইবা এত ক্রন্দন বেচারা কুকুরটার?
মধ্যরাতটা তবুও একটু বেশিই প্রতীক্ষার।
সময়ের তীর পেরিয়ে আগমন মহাকালের।
প্রিয়তমার নূপুরধ্বনিতে পরাজয় নিস্তব্ধতার।
এ যে আয়োজন সূর্যরথের আগমনী বার্তার।


[email protected]