শুঁয়োপোকার জীবন আমার

জনমভর ধুঁকে ধুঁকে

কীটের জীবন বাজি রেখে
বেলাশেষে হিসেবে কষে
পেলাম কৃষ্ণবিবরের আঁধার,
শুঁয়োপোকার জীবন আমার!

যেদিন ছিলাম ডুবে ডিমে
ককুনের অতল তিমে
দিগবিজয়ীর স্বপ্নরথে
প্রজাপতির রাজ-মথে
কিন্তু এ কী মহা-যতি!
রুদ্রপতির রোষে গতি
নিমেষেই অঙ্গার,
শুঁয়োপাকার জীবন আমার!

স্বপ্ন ছিল উড়ব মিলে
আকাশ থেকে আকাশ-নীলে
স্বর্গ-নদের কূলে কূলে
কিন্তু হায়! কী অদৃষ্টের শূলে
পিষে মরি ত্রাতারই পদতলে!

দেখো,
ওরা সবে আজ স্বর্গ নীড়ে
মহাকাশের সপ্ত চূড়ে
পুষ্প-পরাগের রেণুর ভিড়ে
শতডানার প্রজাপতি,
আর আমি কীটানু রইনু মরে
আবর্জনার আস্তাকুঁড়ে
নরককুণ্ডের ভস্মাধারে
যেন মহাকালের নিয়তি!

উত্তর বারিধারা, ঢাকা