আমার নয়

চেরিফ্রস্টমাখা আলতো কুয়াশা এখন কেবল লাশের হিমাগার
মেক্সিকান স্টারে বিলিয়েছি কত সুখের বিকেল!
শেফালি কখন ঘেটু হলো তা অজানা
বৃত্তের বাইরে অনেক কিছু!
কেমন মান্দারের কাঁটা বিঁধে
বেগুনি বন তেজপাতা পিষ্ট হয়
ও তো অর্কিড নয়
একটু ঠাঁই পেয়েছে পৃথিবীর বুকে
ডাইনিংয়েও আসবে না
প্রিয়ার খোঁপাতে গুঁজে দেবে না তাকে
কলাবতীর রক্তে প্রাণ পেয়ে টেবিলের কোণে
পড়ে থাকা সুইসাইড নোটটা বলে—
এ পৃথিবী আমার নয়!
শুভ্র আকাশ নয়!
ধানের শিষের ডগায় শিশির নয়!
শুধু হলদে খামের কার্বন মনক্সাইডের।