কৃষ্ণবিবর

অবশেষে খুঁজে পেলাম 
বর্ণহীন রাত
নিশ্ছিদ্র অন্ধকার
গভীর সুড়ঙ্গ।

আশা-নিরাশার দোলাচলে দুলতে দুলতে
হারিয়ে ফেলি সুর-ছন্দ-রূপ-রেখা-রং।

নৈঃশব্দ্যের নিঝুম রাতে
একটা তির্যক আলোক রেখা
ক্রমশই স্পর্শগ্রাহ্য করে গেলে
গ্রন্থিচ্যুত সময়কে
স্বপ্নসন্ধানী আমাকে।

ভর ও ভারের হ্রাস-বৃদ্ধি ছাপিয়ে
ঝুলে আছি দৃঢ় অবলম্বনে।
নিক্ষিপ্ত হয়েছি অতলে পাতালে
গভীর সুড়ঙ্গে
কৃষ্ণবিবরে...
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়